মুম্বই, 7 অক্টোবর : ভিক্ষা করেই দিনযাপন করতেন তিনি ৷ বীরজু চন্দ্র আজাদ ৷ 4 অক্টোবর রেললাইন পেরোতে গিয়ে মারা যান তিনি ৷ মৃত্যুর পর তাঁর বাড়ি গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের ৷ বিভিন্ন ব্যাঙ্কে তাঁর নামে আট লাখ সাতাত্তর হাজার টাকার স্থায়ী আমানত (FD)-র নথিপত্র মিলেছে৷ শুধু তাই নয়, পাওয়া গেছে দেড় লাখ টাকার খুচরোও, যা গুনতে প্রায় 8 ঘণ্টা সময় লাগে পুলিশের ৷
বীরজু দক্ষিণ-পূর্ব মুম্বইয়ের গোভান্দির একটি বস্তিতে একাই থাকতেন ৷ তাঁর বাড়ি থেকে ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড পাওয়া গেছে ৷ ঘরটি খবরের কাগজ ও পলিথিন ব্যাগেই ভরতি বলে জানায় পুলিশ ৷