মুম্বই, 28 ডিসেম্বর : মুম্বইয়ের ঘাটকোপারে কারখানায় আগুন লেগে 2 জনের মৃত্যু ৷ মৃতদের মধ্যে একজন মহিলা ৷ একজন এখনও নিখোঁজ ৷
গতকাল সন্ধেয় ওই কারখানার রাসায়নিক ভরতি গুদামে আগুন লাগে ৷ খবর পেয়ে দমকলের 15টি ইঞ্জিন ঘটনাস্থানে যায় ৷ রাসায়নিক ভরতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ আশপাশ কালো ধোঁয়ায় ভরে যায় ৷ আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের ৷ 10 ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷