রায়গড় (মহারাষ্ট্র), 24 অগাস্ট : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি ৷ মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলাপুরা এলাকার ঘটনা ৷ দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে । উদ্ধারকাজে নামে NDRF এর চারটি দল ৷
5 তলা বাড়িতে 45টি ফ্ল্যাট ছিল ৷ আজ হঠাৎই উপরের তিনটি তলা ভেঙে পড়ে ৷ NDRF এর এক আধিকারিক বলেন, ‘‘আজ সন্ধে সাড়ে ছ'টা নাগাদ কাজলাপুরা এলাকার একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে ৷ 50 জন বহুতলে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লেখেন, ‘‘মহারাষ্ট্রের রায়গড়ে বহুতল ভেঙে পড়ার ঘটনা দুর্ভাগ্যজনক ৷ NDRF -এর DG -র সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি ৷ সমস্ত রকম সাহায্য করার কথা বলেছি ৷ ইতিমধ্যে ঘটনাস্থানের উদ্দেশে NDRF-এর দল রওনা দিয়েছে ৷ প্রত্যেকের সুরক্ষার প্রার্থনা করছি ৷’’