হায়দরাবাদ, 12 জানুয়ারি : তাঁর ইতিহাস ও ভারতের সংবিধান পড়া উচিত ৷ সংবিধান নিয়ে যাঁদের জ্ঞান নেই তাঁরাই এধরনের কথা বলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করলেন BJP নেতা মুখতার আব্বাস নকভি ৷
"সংবিধান নিয়ে জ্ঞান নেই", মমতাকে আক্রমণ মুখতার আব্বাসের - মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP নেতা মুখতার আব্বাস নকভি ৷ মমতার CAA বিরোধী মন্তব্যের বিরুদ্ধে এই আক্রমণ ৷ নকভি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস ও সংবিধান দু'টোই পড়া উচিত ৷"
গতমাসে CAA-র প্রতিবাদে আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিমবঙ্গে এই আইন করতে হলে তাঁর মৃতদেহের উপর দিয়ে করতে হবে ৷ এই বিষয়ে আজ হায়দরাবাদে সাংবাদিকরা প্রশ্ন করলে নকভি বলেন, "যাদের সংবিধানের বিষয়ে কোনও জ্ঞান নেই, তাঁরাই এধরনের কথা বলেন ৷ এরপর থেকে যে সমস্ত আইন লোকসভা পাশ করবে, তা সারা দেশেই লাগু হবে ৷"
"পশ্চিমবঙ্গ কি হিন্দুস্তানের মধ্যে পড়ে না বাইরে ?" জানতে চান নকভি ৷ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস ও সংবিধান দু'টোই পড়া উচিত ৷ নাগরিকত্ব সংশোধনী বিল তৈরির সময় যে কমিটি গঠন করা হয়েছিল, তাতে সব রাজনৈতিক দলের সদস্যই উপস্থিত ছিলেন ৷"