দিল্লি, 3 মার্চ : দিল্লির পরিস্থিতি নিয়ে সাংসদদের শান্তি বজায় রাখার বার্তা দিলেন নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই তাঁর দলের একাধিক নেতার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। দিল্লির হিংসার জন্য তাঁর দলকেই দায়ি করছেন বিরোধিরা। সেই সব কথা মাথায় রেখেই আজ সকালের বৈঠকে সাংসদদের সতর্ক করে দিলেন মোদি । স্পষ্ট জানিয়ে দিলেন, উন্নয়ন ও বিকাশের স্বার্থে শান্তি, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে ।
তাঁর দলের মূল মন্ত্র বিকাশ-উন্নয়ন । আজ সদস্য ও সাংসদদের সঙ্গে বৈঠকে বারবার সেই বিষয়টি যেন স্পষ্ট করে দিলেন মোদি । জানিয়ে দিলেন সকল সদস্য যেন এই নৈতিক বিষয়গুলি অনুসরণ করে এবং পুরো দেশজুড়ে তা মেনে চলা হয় । মোদি বলেন, "বিকাশ আমাদের মূল মন্ত্র এবং উন্নয়নের প্রাথমিক শর্ত হল শাান্তি , ঐক্য ও সম্প্রীতি । কিন্তু কয়েকজন দেশ নয় তাদের দলের জন্য বাঁচে আর রাজনীতির খেলা খেলে । কিন্তু আমরা দেশের জন্য বাঁচি ।"