পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে শান্তি ফেরাতে সাংসদদের কড়া বার্তা মোদির - MPs Should Ensure Peace, Unity

দিল্লির হিংসায় এ পর্যন্ত 47 জনের মৃত্যু হয়েছে । জখম শতাধিক । আজ সকালে BJP সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠক করেন মোদি । সেখানেই তিনি স্পষ্ট করে দেন, দলের প্রত্যেক সদস্যকে শান্তি ও ঐক্য বজায় রাখতে হবে।

ছবি
ছবি

By

Published : Mar 3, 2020, 1:23 PM IST

দিল্লি, 3 মার্চ : দিল্লির পরিস্থিতি নিয়ে সাংসদদের শান্তি বজায় রাখার বার্তা দিলেন নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই তাঁর দলের একাধিক নেতার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। দিল্লির হিংসার জন্য তাঁর দলকেই দায়ি করছেন বিরোধিরা। সেই সব কথা মাথায় রেখেই আজ সকালের বৈঠকে সাংসদদের সতর্ক করে দিলেন মোদি । স্পষ্ট জানিয়ে দিলেন, উন্নয়ন ও বিকাশের স্বার্থে শান্তি, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে ।

তাঁর দলের মূল মন্ত্র বিকাশ-উন্নয়ন । আজ সদস্য ও সাংসদদের সঙ্গে বৈঠকে বারবার সেই বিষয়টি যেন স্পষ্ট করে দিলেন মোদি । জানিয়ে দিলেন সকল সদস্য যেন এই নৈতিক বিষয়গুলি অনুসরণ করে এবং পুরো দেশজুড়ে তা মেনে চলা হয় । মোদি বলেন, "বিকাশ আমাদের মূল মন্ত্র এবং উন্নয়নের প্রাথমিক শর্ত হল শাান্তি , ঐক্য ও সম্প্রীতি । কিন্তু কয়েকজন দেশ নয় তাদের দলের জন্য বাঁচে আর রাজনীতির খেলা খেলে । কিন্তু আমরা দেশের জন্য বাঁচি ।"

দিল্লির হিংসায় এ পর্যন্ত 47 জনের মৃত্যু হয়েছে । জখম শতাধিক । ইতিমধ্যে দিল্লির এই অস্থির পরিস্থিতি নিয়ে BJP কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধিরা । প্রাক্তন বিধায়ক কপিল মিশ্র, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং লোকসভার সাংসদ পারভেশ ভার্মার মতো BJP নেতাদের মধ্যে প্ররোচনা ও উসকানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ উঠেছে । তাদের কথা নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধীদের উপর হামলা চালাতে লোকজনকে প্ররোচনা দিয়েছে বলে সরব হয়েছে বিরোধিরা । যদিও এখনও পর্যন্ত এদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি ।

আজ এই সমস্ত কিছু মাথায় রেখেই সাংসদদের কড়া বার্তা দিলেন মোদি । বুঝিয়ে দিলেন দলের মূল লক্ষ্যের স্বার্থে যেন সংযত থাকেন সদস্যরা ।

ABOUT THE AUTHOR

...view details