পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'' খেলা দেখতেই মুলতুবি রাজ্যসভার অধিবেশন '' - New Zealand

স্বপনবাবুর কথায়, আসলে সাংসদরা ভারত-নিউজ়িল্যান্ডের ম্যাচ দেখতে চেয়েছিলেন। আর অন্য কিছু হতেই পারে না।

ফাইল ফোটো

By

Published : Jul 9, 2019, 6:42 PM IST

Updated : Jul 10, 2019, 1:28 AM IST

দিল্লি, 9 জুলাই: কর্নাটক সরকারের টালমাটাল পরিস্থিতি। এনিয়ে সাংসদদের বাগবিতণ্ডায় আজ উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভার অধিবেশন । শেষ পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন । তা নিয়ে বিরোধী দলের সাংসদদের একহাত নিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ।

টুইটে তিনি লেখেন, "আসলে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় গোলমাল করেছে বিশেষ কারণে । ভারত ও নিউজ়িল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ যাতে দেখতে পারেন সেজন্য ওই দুই দলের সাংসদরা রাজ্যসভায় ঝামেলা করেছিল যাতে অধিবেশন মুলতুবি হয়ে যায় । এছাড়া আর কোনও কারণ থাকতেই পারে না । "

উল্লেখ্য, আজ টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড । কিন্তু তাদের শুরুটা ভালো হয়নি । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । ধীর গতিতে রান করায় চাপে পড়ে কিউইরা । স্বপনবাবুর টুইটকে নেটিজ়েনদের অনেকেই সমর্থন জানিয়েছেন। কেউ কেউ অবশ্য পালটা BJP-র বিরুদ্ধে তোপ দাগেন ।

Last Updated : Jul 10, 2019, 1:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details