ভোপাল, 16 মার্চ : মধ্যপ্রদেশের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, আর তাই আস্থা ভোট থেকে পালিয়ে বেড়াচ্ছেন কমল নাথ৷ এমনই অভিযোগ করছেন শিবরাজ সিং চৌহান ৷ বলেন, " মুখ্যমন্ত্রী বলছেন তিনি আস্থা ভোট চান ৷ তবে তিনি কেন আস্থা ভোট করাচ্ছেন না ? আমাদের একমাত্র দাবি হল আস্থা ভোট ৷"
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর অনুগামী 22 কংগ্রেস বিধায়ক দল ছেড়ে BJP-র হাত ধরার পর থেকেই মধ্যপ্রদেশে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ পরিবর্তিত পরিস্থিতিতে কমল নাথের সরকারের আর সংখ্যাগরিষ্ঠতা নেই, এই দাবি নিয়েই বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার পথে এগোচ্ছে গেরুয়া শিবির ৷ এদিকে আজ থেকেই শুরু হচ্ছে মধ্যপ্রদেশের বিধানসভার অধিবেশন ৷ আর অধিবেশেনের প্রথম দিনেই আস্থা ভোট করার কথা বলেছেন রাজ্যপাল লালজি ট্যান্ডন ৷
বিধানসভার স্পিকার নর্মদা প্রসাদ প্রজাপতিকে পাঠানো এক চিঠিতে রাজ্যপাল গতকালই জানিয়েছিলেন, বিধানসভা অধিবেশনের প্রারম্ভিক ভাষণের পরেই যাতে আস্থা ভোট করানো হয় ৷ এই নিয়ে এবার মুখ্যমন্ত্রী কমল নাথকেও চিঠি পাঠান তিনি ৷ স্পিকারকে পাঠানো চিঠিতে বোতাম টিপে ভোট করানোর কথা বললেও, পরে মুখ্যমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে হাত তুলে পক্ষে বা বিপক্ষে জানানোর জন্য বলেছেন রাজ্যপাল ৷ এর কারণ হিসেবে রাজ্যপাল জানিয়েছেন, BJP-র তরফে তাঁকে জানানো হয়েছিল বিধানসভায় ইলেকট্রনিক ভোটদান ব্যবস্থার কোনও উল্লেখ নেই ৷ এই কারণেই সিদ্ধান্ত বদল করেছেন তিনি ৷