রত্লমের চিকিৎসক লীলা জোশিকে মানুষ রত্লম "মাদার টেরেজ়া অব মারওয়া" নামেই বেশি চেনেন । প্রত্যন্ত এলাকায় আদিবাসীদের মধ্যে থেকে তিনি মহিলাদের রক্তাল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া প্রতিরোধ নিয়ে লাগাতার প্রচার চালান । অ্যানিমিয়ার রোগীদের তিনি শুধু নিখরচায় চিকিৎসা করেই থেমে থাকেন না, 82 বছরের এই অক্লান্ত সৈনিক এই রোগের ভয়ঙ্কর দিক ও তার প্রভাব নিয়ে ক্রমাগত প্রচার চালান । অ্যানিমিয়ার বিরুদ্ধে এই সামাজিক যুদ্ধের পুরস্কার এবং স্বীকৃতি হিসাবে তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ।
ETV ভারতের সঙ্গে এক্সক্লুসিভ কথোপকথনের সময় চিকিৎসক জোশি শুধুমাত্র মহিলাদের স্বাস্থ্যের গুরুত্বের কথা নিয়েই আলোচনা করেননি, তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা এবং মহিলাদের স্বাস্থ্য সচেতনতায় সরকারি প্রচার নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন । তিনি এমন একটি বিষয়ে আলোচনা করেছেন, যা সবাইকে সুস্থ থাকতে সাহায্য করবে ।
স্বাস্থ্য সুরক্ষায় অতুলনীয় অবদান
1997 সালে চিকিৎসক লীলা জোশির একবার মাদার টেরেজ়ার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছিল । তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি আদিবাসী এলাকায় মহিলাদের জন্য ক্যাম্প তৈরি করেন এবং অ্যনিমিয়া আক্রান্ত মহিলাদের বিনামূল্যে চিকিৎসা করতে শুরু করেন । তাঁর নিরলস শ্রম এবং অতুলনীয় অবদানের জন্য 2015 সালে নারী ও শিশু সুরক্ষামন্ত্রকের তরফে একশো জন প্রভাবশালী মহিলার তালিকায় তাঁকে রাখা হয় । এরপর এই বছর তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হচ্ছে ।