পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 4, 2020, 9:49 PM IST

ETV Bharat / bharat

চাকরির নামে বিদেশে পাচার, যুবতিকে ফেরানোর আর্জি মায়ের

বিদেশে চাকরির টোপ দিয়ে রিয়াধে পাচার করে দেওয়া হয়েছে মেয়েকে ৷ তাকে দেশে ফিরিয়ে আনার জন্য মা সায়েদা সুলতানা কাতর আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে ৷

syeda sultana
সায়েদা সুলতানা

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি : কথা ছিল বিদেশে বিউটিশিয়ানের চাকরি দেবে ৷ মোটা টাকার মাইনের ফাঁদে পা দিয়ে 2017 সালে 2 জন এজেন্টের হাতে মেয়েকে তুলে দেন হায়দরাবাদের বাসিন্দা সায়েদা সুলতানা ৷ কিন্তু কথা মতো হয়নি কিছুই ৷ বিউটিশিয়ানের চাকরি তো দূরের কথা ৷ কপালে জোটে লোকের বাড়িতে ঝি-এর কাজ ৷ ঠিক করে মেলে না খাবার কিংবা জলও ৷ এভাবেই কেটে গেছে 3 বছর ৷

আমরিন সুলতানা যখন 16 বছরের, চাঁদ নামে এক এজেন্ট তার মা সায়েদা সুলতানাকে বলে, সে সৌদি আরবের দাম্মাম শহরে আমরিনকে বিউটিশিয়ানের চাকরি দেবে ৷ 20 থেকে 25 হাজার টাকা মাইনে পাবে আমরিন ৷ আমরিনের বাবা মারা যাওয়ায় তাদের পরিবারের অবস্থা ভালো নয় ৷ তাই এত টাকা মাইনের কথা শুনে আমরিন এক কথায় রাজি হয়ে যায় ৷ কিন্তু আমরিনকে দাম্মামের বদলে রিয়াধে পাচার করে দেয় চাঁদ ৷ সেখানে তাকে লোকের বাড়িতে কাজ করতে হত, ঠিক করে মিলত না খাবার বা সামান্য পানীয় জলটুকুও ৷ উপরন্তু পাওনা ছিল মারধর ৷

বিদেশে চাকরির টোপ দিয়ে রিয়াধে পাচার করে দেওয়া মেয়েকে দেশে ফিরিয়ে আনার জন্য এখন মা সায়েদা সুলতানা কাতর আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে ৷ আমরিনের মা সায়েদা সুলতানা বলেন, ‘‘আমরিনকে যখন রিয়াধ নিয়ে যায়, তখন আধার কার্ড অনুযায়ী ওর বয়স ছিল 16 বছর ৷ কিন্তু এজেন্ট নকল কাগজ বানিয়ে তাতে আমরিনের বয়স দেখায় 28 বছর ৷ আমার কেন্দ্রীয় সরকার ও রিয়াধের ভারতীয় দুতাবাসের কাছে অনুরোধ, তারা যেন আমার মেয়েকে রিয়াধ থেকে উদ্ধার করে এই দেশে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনে ৷’’

ABOUT THE AUTHOR

...view details