আমেদাবাদ, 20 ফেব্রুয়ারি : 24 ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই সফরে নতুনভাবে তৈরি মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন তিনি ৷ কিন্তু, এই অনুষ্ঠানে স্টেডিয়ামের আশপাশে বসবাসকারী বাসিন্দারাই কোনও আমন্ত্রণ পাননি বলে অভিযোগ ৷ তাই আজ স্টেডিয়ামের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷
গ্রামবাসীদের বক্তব্য, 1983 সালে স্টেডিয়াম উদ্বোধনের সময়ও তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাহলে এবার কেন তাঁদের আমন্ত্রণ জানানো হবে না ৷ তাই ক্ষোভপ্রকাশ করে আজ বিক্ষোভ শুরু দেখান তাঁরা ৷
ডোনাল্ড ট্রাম্পের সফর নিয়ে আহমেদাবাদজুড়ে প্রস্তুতি তুঙ্গে ৷ আহমেদাবাদ পৌরনিগমের তরফে 22কিমি দীর্ঘ একটি পথ প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে ৷ ইন্দিরা ব্রিজ থেকে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মোতেরা পর্যন্ত হবে এই প্রদর্শনী ৷ এই অনুষ্ঠানের থিম ভারতের সংস্কৃতি ও লোকনৃত্য ।এই প্রদর্শনীকে সফল করতে বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে 300 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷বিভিন্ন রাজ্য থেকেও 50 হাজারের বেশি মানুষ এই শো দেখতে উপস্থিত থাকবে বলে জানা গেছে ৷
এছাড়াও 22 কিমি দীর্ঘ রাস্তায় মোট 28টি মঞ্চ তৈরি করা হয়েছে । যেখানে 28টি রাজ্যের শিল্পীরা লোকসংগীত ও নৃত্য পরিবেশন করবে ৷
এদিকে ট্রাম্পের এই সফরের আগে তৈরি হয়েছে বিতর্কও । সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত রাস্তার ধারে বস্তি এলাকায় গার্ড ওয়াল তৈরি নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷