দিল্লি, 19 জুন : লাদাখে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন 20 ভারতীয় জওয়ান । বিরোধীরা এই নিয়ে নানা প্রশ্ন তুলেছে । ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, গালওয়ান ভ্যালিতে শহিদদের বলিদান ব্যর্থ হবে না। পাশাপাশি জানিয়েছেন, ভারতের ক্ষমতা আছে এর জবাব দেওয়ার। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে দফায় দফায় আলোচনায় বসেছেন দুই দেশের মেজর জেনেরাল স্তর ও বিদেশমন্ত্রক। যদিও এখনও পর্যন্ত কোনও আলোচনা থেকেই সমাধান সূত্র মেলেনি। এবার ইন্দো-চিন সংঘর্ষের জেরে ভারতের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে সর্বদলীয় বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ বিকেল 5টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলির প্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি।
তবে বৈঠকে থাকছে না আম আদমি পার্টি, রাষ্ট্রীয় জনতা দল এবং AIMIM-র কোনও প্রতিনিধি । এই তিনটি দলের অভিযোগ, প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়নি ।
বৈঠকে যাঁদের উপস্থিত থাকার কথা রয়েছে-
1. কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি
2. DMK প্রধান এম কে স্ট্যালিন
3. তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রশেখর নাইডু
4. YSCRCP-র নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি
5. ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP)-র প্রধান শরদ পাওয়ার
6. জনতা দল (ইউনাইটেড)-র নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
7. CPI নেতা ডি রাজা