পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারত

দুই দেশের সম্মতিতে পূর্ব লাদাখের উত্তেজনাপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ তারপরেও সীমান্ত শক্তি বাড়ানোর বিষয়টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দেশের কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ।

লাদাখ সীমান্তের খবর
লাদাখ সীমান্তের খবর

By

Published : Jun 25, 2020, 7:01 PM IST

Updated : Jun 25, 2020, 7:26 PM IST

দিল্লি, 25 জুন : এবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শক্তি বাড়ানো শুরু করল ভারত । ভারত-চিন সীমান্তের 3,488 কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর আরও বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । এমনটা যে হতে চলেছে তার আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল । বিগত কয়েকদিন ধরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অন্য পারে নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছে চিন সেনা । এই পরিস্থিতিতে সীমান্তে ভারতীয় সেনার আরও জওয়ান মোতায়েন করা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা । শুধুমাত্র সেনাকেই নয়, ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশও নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছে সীমান্তে ।

গত শনিবার ভারতীয় সেনার সামরিক অভিযানের ডিরেক্টর জেনেরাল লেফটেন্যান্ট জেনেরাল পরমজিৎ সিং ও ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের প্রধান এস এস দেসওয়াল লে পরিদর্শনে যান । এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, সেনাকে সাহায্য করার জন্য সীমান্ত বরাবর বাড়তি ITBP জওয়ান মোতায়েন করা হবে । সরকারি আধিকারিক সূত্রে খবর, লাদাখের সীমান্ত বরাবর আগেও অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছিল । এখন আরও বাহিনী মোতায়েন করা হচ্ছে ।

এদিকে চিনের প্রতিরক্ষামন্ত্রক ও বিদেশমন্ত্রকের তরফে বারবার অভিযোগ তোলা হচ্ছে, সীমান্ত সংঘর্ষের জন্য দায়ি ভারত । ভারতের বিদেশমন্ত্রক ও দেশের সংবাদমাধ্যমের একাংশ নাকি চিনের বিরুদ্ধে সংঘর্ষে উস্কানি দিচ্ছে । দিল্লির বিরুদ্ধে এমনই সব অভিযোগ তুলছে বেজিং ।

রাশিয়ায় 75তম ভিকট্রি ডে প্যারেডে অংশ নিতে তিনদিনের সফরে গেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন চিনের প্রতিরক্ষামন্ত্রীও । 23 জুন দুই দেশের সম্মতিতে পূর্ব লাদাখের উত্তেজনাপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ মলডোয় হওয়া উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা করে ভারত-চিন ৷ আলোচনা করা হয়েছিল সেনা প্রত্যাহারের পদ্ধতি নিয়েও ৷ এই পদ্ধতি অনুযায়ীই উভয়পক্ষের পদক্ষেপ করার কথা ছিল ৷ কিন্তু তারপরে আবার নতুন করে সীমান্তে শক্তি বাড়ানো যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ।

Last Updated : Jun 25, 2020, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details