দিল্লি, 25 জুন : এবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শক্তি বাড়ানো শুরু করল ভারত । ভারত-চিন সীমান্তের 3,488 কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর আরও বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । এমনটা যে হতে চলেছে তার আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল । বিগত কয়েকদিন ধরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অন্য পারে নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছে চিন সেনা । এই পরিস্থিতিতে সীমান্তে ভারতীয় সেনার আরও জওয়ান মোতায়েন করা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা । শুধুমাত্র সেনাকেই নয়, ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশও নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছে সীমান্তে ।
গত শনিবার ভারতীয় সেনার সামরিক অভিযানের ডিরেক্টর জেনেরাল লেফটেন্যান্ট জেনেরাল পরমজিৎ সিং ও ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের প্রধান এস এস দেসওয়াল লে পরিদর্শনে যান । এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, সেনাকে সাহায্য করার জন্য সীমান্ত বরাবর বাড়তি ITBP জওয়ান মোতায়েন করা হবে । সরকারি আধিকারিক সূত্রে খবর, লাদাখের সীমান্ত বরাবর আগেও অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছিল । এখন আরও বাহিনী মোতায়েন করা হচ্ছে ।