পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নেওয়া হবে 5 হাজারেরও বেশি শিক্ষক, নিয়োগও এবছরই - রমেশ পোখরিয়াল

চলতি বছরেই কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষক নেওয়া হবে ৷ শূন্যপদ 5,206 টি ৷ ঘোষণা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ৷

KVS Teacher recruitment 2020
ফাইল ছবি

By

Published : Feb 5, 2020, 2:04 AM IST

Updated : Feb 5, 2020, 2:19 AM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ৷ চলতি বছরেই কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষক নেওয়া হবে ৷ 5,206 টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান (KVS) ৷ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল গতকাল এই শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন ৷ শূন্যপদগুলির মধ্যে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে 779 ও 387 টি পদ রয়েছে ৷

সুপ্রিয়া সুলে, অমল রামসিং কোলে, শ্রীনিবাস পাটিল, কুলদীপ রাই শর্মাসহ বিরোধী শিবিরের একাধিক সাংসদের প্রশ্নের জবাবে গতকাল এই ঘোষণা করেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ৷ বিরোধীদের প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, " গত বছরের 15 নভেম্বরের হিসেব অনুযায়ী কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে 5949 টি শূন্য়পদ রয়েছে ৷"

আরও পড়ুন : পরীক্ষা দিতে হবে একবারই, অর্থমন্ত্রীর ঘোষণায় স্বস্তিতে সরকারি চাকরিপ্রার্থীরা

পাশাপাশি বিরোধীরা প্রশ্ন তোলে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের উদাসীনতা নিয়েও ৷ শিক্ষকের ঘাটতির কারণে কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়াশোনার মানের সঙ্গেও সমঝোতা করা হচ্ছে বলে অভিযোগ করে বিরোধী শিবির ৷ এর উত্তরে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জানান, পড়াশোনার মানের যাতে কোনও অবনতি না হয় সেই কারণে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে চুক্তিভিত্তিক অস্থায়ী শিক্ষকও নিয়োগ করা হয়েছে ৷ তিনি আরও বলেন, " শিক্ষার মানের সঙ্গে যাতে কোনওরকম আপস না করতে হয়, সেই কারণে কেন্দ্রীয় বিদ্যালয়ের মতো স্বশাসিত প্রতিষ্ঠানগুলিকে নিজেদের শূন্য়পদে নিয়োগ নিয়ে পর্যালোচনা ও দ্রুত ব্যবস্থা গ্রহণের অধিকার দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : পাবলিক সার্ভিস কমিশন : আগামী 3 মাসে কবে কোন পরীক্ষা

আজকের দিনে দেশের বিভিন্ন প্রান্তে মোট 1227 টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে ৷ সবমিলিয়ে পড়ুয়া রয়েছে 13 লাখ 15 হাজার 157 জন ৷ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের মিলিয়ে এইমূহুর্তে মোট রয়েছে 45 হাজার 477 জন ৷

Last Updated : Feb 5, 2020, 2:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details