রায়াগাডা, হায়দরাবাদ, 6 জানুয়ারি : প্রায় 2 কোটি মূল্যের দু'হাজার কেজি গাঁজা উদ্ধার করল এসটিএফ। হায়দরাবাদের রায়াগাডা জাতীয় সড়কের উপর একটি লরি থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তবে, ঘটনায় অভিযুক্ত পাচারকারীদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
2 কোটি টাকার গাঁজা উদ্ধার করল এসটিএফ - দু'হাজার কেজি গাঁজা উদ্ধার
গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের আধিকারিকরা জাতীয় সড়কের ওপর ওই লরিটিকে ধাওয়া করে। পুলিশের তাড়া খেয়ে পাচারকারীরা লরিটি সেখানেই ফেলে দিয়ে পালিয়ে যায়। পুলিশ লরি সমেত বিপুল পরিমাণ ওই গাঁজা বাজেয়াপ্ত করেছে।
2 কোটি টাকার গাঁজা উদ্ধার করল এসটিএফ
গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের আধিকারিকরা জাতীয় সড়কের ওপর ওই লরিটিকে ধাওয়া করে। পুলিশের তাড়া খেয়ে পাচারকারীরা লরিটি সেখানেই ফেলে দিয়ে পালিয়ে যায়। পুলিশ লরি সমেত বিপুল পরিমাণ ওই গাঁজা বাজেয়াপ্ত করেছে।