পানাজি, 29 এপ্রিল: কোরোনা পরিস্থিতিতে লকডাউন বিধি ভাঙার অপরাধে গোয়ায় গ্রেপ্তার হল 1, 058 জন। একই কারণে 588টি FIR দায়ের হয়েছে। বুধবার এই তথ্য দিল গোয়া পুলিশ।
সব থেকে বেশি 172টি গ্রেপ্তারির ঘটনা ঘটেছে উত্তর গোয়ার ক্যালানগুট থানা এলাকায়। গোটা রাজ্যেই লকডাউনে কঠোর মনোভাব দেখাচ্ছে গোয়া পুলিশ। ক্যালানগুট সি বিচ চত্বরও তার ব্যতিক্রম নয়। আজ একথা বলেন পোরভোরিমের DSP এডুইন কোলাসো। তাঁর কথায়, আমরা চাই লকডাউনে 144 ধারা মানুক সাধারণ মানুষ।
গোয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ গোয়ার মারাগায়ো, কুয়েপম, ভাস্কো, পোন্ডা এবং কোনকানে লকডাউন ভাঙার অপরাধে 295 FIR দায়ের হয়েছে। সব মিলিয়ে দক্ষিণ গোয়ায় 615 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে উত্তর গোয়ার পোরভোরিম মহকুমার পোরভোরিম ও সালিগাও-এ 149 টি FIR দায়ের করেছে পুলিশ।
লকডাউন অমান্য করায় গ্রেপ্তার করা হয়েছে 222 জনকে। পাশাপাশি মাপুসা, পেরনেম ও আঞ্জুনা থানা এলাকায় 55 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর গোয়ারই পাঞ্জি মহকুমায় 79টি FIR সহ 128 জন গ্রেপ্তার হয়েছে। লকডাউন না মানায় উত্তর গোয়ার বিচোলিম এবং ভালপোই থানা এলাকায় গ্রপ্তার করা হয়েছে 38 জনকে। বুধবার এই তথ্য দেয় গোয়া পুলিশ।