তিরুবনন্তপুরম, 28 মে : কেরালা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু । এর জেরে 1 জুন থেকেই বর্ষা ঢোকার সম্ভাবনা কেরালায় । আজ মৌসম ভবনের তরফে এই পূর্বাভাস দেওয়া হয়েছে ।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্য়েই আরব সাগরের উপর দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে। একটি দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য আরব সাগরে । এটি 31 মে থেকে 4 জুনের মধ্য়ে ঘনীভূত হবে । আর একটি পশ্চিম মধ্য় ও দক্ষিণ-পশ্চিম আরব সাগরে । আগামী তিনদিন এটি উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ ওমান ও পূর্ব ইয়েমেন উপকূলের দিকে অগ্রসর হবে । এই নিম্নচাপের ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা আছে । তবে, ভারতের পশ্চিম উপকূলে এর প্রভাব নাও পড়তে পারে ।