দু'সপ্তাহ আগেই সারা দেশে প্রবেশ করেছে বর্ষা : IMD - ভারতীয় মৌসুম ভবন
সাধারণত 1 জুন কেরালায় প্রবেশ করে মৌসুমি বায়ু । 45 দিন পর ভারতে এর শেষ স্থান পশ্চিম রাজস্থানের শ্রীগঙ্গানাগরে পৌঁছায় এই বায়ু । যদিও এই বছর প্রায় 2 সপ্তাহ আগেই পৌঁছে গেল মৌসুমি বায়ু।
দিল্লি, 26 জুন : গোটা দেশে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু । তাও নির্ধারিত সময়ের দু'সপ্তাহ আগেই । আজ একথা জানাল ইন্ডিয়ান মেট্রলজিক্যাল ডিপার্টমেন্ট বা ভারতীয় মৌসুম ভবন।
সাধারণত 1 জুন কেরালায় প্রবেশ করে মৌসুমি বায়ু । 45 দিন পর ভারতে এর শেষস্থান পশ্চিম রাজস্থানের শ্রীগঙ্গানাগরে পৌঁছায় এই বায়ু । যদিও চলতি বছর থেকে মৌসুমি বায়ুর শ্রীগঙ্গানাগরে পৌঁছানোর সময় এক সপ্তাহ এগিয়ে নিয়ে আসার কথা বলে IMD । তাই সারা দেশে বর্ষার শুরুর দিন ধরা হয় 8 জুলাই।
IMD -র তরফে বলা হয়, "দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজস্থান, হরিয়ানা ও পঞ্জাবের বাকি অংশে প্রবেশ করেছে । তাই আজকে 26 জুন, সম্পূর্ণ দেশে মৌসুমি বায়ু প্রবেশ করল। "
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । যেটা পশ্চিম থেকে উত্তর -পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে । এবং মধ্য ভারতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । আর এই দুই জোড়া শক্তির ফলেই প্রায় দু'সপ্তাহ আগেই সারা দেশে ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু।
এর আগে 2013 সালেও 16 জুনের মধ্যে সারাদেশে বর্ষা প্রবেশ করেছিল । সেই বছরেই উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বর্ষণ হয়েছিল । এদিন IMD-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, "2013 সালের পর ফের এই বছর এত তাড়াতাড়ি বর্ষা সারা দেশে প্রবেশ করল ।"