নাগপুর, 8 অক্টোবর : আবারও শিরোনামে RSS সুপ্রিমো মোহন ভাগবত ৷ দশেরা উপলক্ষে মহারাষ্ট্রে RSS-এর একটি অনুষ্ঠানে যোগদান করতে যান তিনি ৷ সেখানে 'গণহত্যা'-কে একটি বিদেশি ধারণা হিসেবে ব্যাখ্যা করেন ৷ তিনি আরও যোগ করেন যে, কথাটি দেশের পক্ষে অপমানজনক ৷ পাশাপাশি জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্ত করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূয়সী প্রশংসা করেন ৷ তিনি বলেন, "কিছু ব্যক্তি নিজ স্বার্থের জন্য ভারতকে শক্তিধর হতে দিতে চায় না ৷"
গণপিটুনি একটি বিদেশি ধারণা, বললেন মোহন ভাগবত
আবারও শিরোনামে RSS সুপ্রিমো মোহন ভাগবত ৷ দশেরা উপলক্ষে মহারাষ্ট্রে RSS-এর একটি অনুষ্ঠানে যোগদান করতে যান তিনি ৷ সেখানে তিনি 'গণহত্যা'-কে একটি বিদেশি ধারণা হিসেবে ব্যাখ্যা করেন ৷ তিনি আরও যোগ করেন যে, কথাটি 'দেশের পক্ষে অপমানজনক'৷
তিনি আরও বলেন, "আমাদের দেশের সংস্কৃতি উদারতা ও ভ্রাতৃত্বের ৷ কিছু সামাজিক হিংসার ঘটনাকে গণহত্যা হিসেবে দেখানোটা দেশের পক্ষে ও হিন্দু সমাজের পক্ষে অপমানজনক ৷ এতে কিছু সম্প্রদায়ের মধ্যে ভীতির সঞ্চার হয় ৷ গণপিটুনি কোনওদিনই ভারতীয় সংস্কৃতির অংশ ছিল না ৷ এটি একটি বিদেশি ধারণা ৷ এটাকে ভারতীয়দের উপর চাপিয়ে দেবেন না ৷"
কিছুদিন আগে অভিনেত্রী অপর্ণা সেন, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ-সহ 49 জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি খোলা চিঠি দিয়েছিলেন ৷ চিঠির বয়ান ছিল দেশে দলিত-সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা গণহত্যার বিষয়ে ৷