ইটানগর, ৯ ফেব্রুয়ারি : আজ উত্তর-পূর্ব ভারতের তিনরাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। আজ সকাল থেকে সভা করবেন অসম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায়। এই তিন রাজ্যেই ক্ষমতায় রয়েছে BJP। অসম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা নরেন্দ্র মোদির। পাশাপাশি জনসভায় বক্তৃতা রাখার কথা তাঁর।
উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তুমুল বিক্ষোভ চলছে। বিরোধীদের অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে BJP নেতৃত্বাধীন NDA সরকার এই বিল এনেছে। অসম, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে এখন এই বিল নিয়ে বিক্ষোভ চলছে। ইতিমধ্যে লোকসভায় বিলটি পাশ হয়েছে। এরপর রাজ্যসভায় অনুমোদনের জন্য বিলটি পেশ করা হবে। সেই পরিপ্রেক্ষিতে মোদির আজকের উত্তর-পূর্ব সফর তাৎপর্যপূর্ণ।