পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাস্টিক বর্জনে ভারতের পথ অনুসরণ করা উচিত বিশ্বের : প্রধানমন্ত্রী - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিশ্বকে একবার ব্যবহারযোগ্য (সিঙ্গল-ইউজ়) প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতন হতে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দিল্লিতে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে মোদি বলেন, "ভারতের মতো গোটা বিশ্বেরও সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করা উচিত ।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Sep 9, 2019, 3:44 PM IST

Updated : Sep 9, 2019, 4:05 PM IST

দিল্লি, 9 সেপ্টেম্বর : 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহারযোগ্য (সিঙ্গল-ইউজ়) প্লাস্টিকের ব্যাগ, কাপ এবং স্ট্র ৷ বিশ্বকে এই বিষয়ে সচেতন হতে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দিল্লিতে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে মোদি বলেন, "ভারতের মতো গোটা বিশ্বেরও সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করা উচিত । টিমওয়ার্কের মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনা জরুরি এবং আমাদের তাই করতে হবে ।"

আজ মোদি তাঁর ভাষণে বলেন, "এই নিষেধাজ্ঞাগুলি (প্লাস্টিক ব্যবহারে) কড়া ভাবে মেনে চলা হবে । এই জাতীয় দ্রব্য উৎপাদন, ব্যবহার ও আমদানির বিষয়টিও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হবে ।" পাশাপাশি তিনি জানান, ই-কমার্স সংস্থাগুলিকেও প্লাস্টিকের প্যাকেজিং বন্ধ করতে বলবে সরকার । দেশে বছরে যত প্লাস্টিক ব্যবহার করা হয়, তার মধ্যে প্রায় 40 শতাংশ এই সংস্থাগুলি ব্যবহার করে ।

মোহনদাস করমচাঁদ গান্ধির জন্মবার্ষিকী উপলক্ষে 2 অক্টোবর থেকেই 6 রকমের প্লাস্টিক দ্রব্যের উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার । নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, কাপ, প্লেট, ছোট বোতল, স্ট্র ও নির্দিষ্ট ধরনের স্যাশে । এই নিষেধাজ্ঞার ফলে ভারতের প্লাস্টিক দ্রব্যের ব্যবহার বছরে প্রায় 14 মিলিয়ন টন অর্থাৎ প্রায় পাঁচ শতাংশ হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে । কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে মোটা অঙ্কের জরিমানাও করা হবে বলে জানা গেছে, তবে প্লাস্টিক দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারির ছয় মাস পর থেকে ওই জরিমানা কার্যকর হবে ।

প্লাস্টিক দূষণ সম্পর্কে গোটা বিশ্বে উদ্বেগ ক্রমশই বাড়ছে । প্লাস্টিক দূষণের শিকার হয়েছে স্থলভাগের পাশাপাশি সমুদ্র । বিরূপ প্রভাব পড়ছে বাস্তুতন্ত্রে ।

Last Updated : Sep 9, 2019, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details