দিল্লি, 9 সেপ্টেম্বর : 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহারযোগ্য (সিঙ্গল-ইউজ়) প্লাস্টিকের ব্যাগ, কাপ এবং স্ট্র ৷ বিশ্বকে এই বিষয়ে সচেতন হতে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দিল্লিতে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে মোদি বলেন, "ভারতের মতো গোটা বিশ্বেরও সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করা উচিত । টিমওয়ার্কের মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনা জরুরি এবং আমাদের তাই করতে হবে ।"
আজ মোদি তাঁর ভাষণে বলেন, "এই নিষেধাজ্ঞাগুলি (প্লাস্টিক ব্যবহারে) কড়া ভাবে মেনে চলা হবে । এই জাতীয় দ্রব্য উৎপাদন, ব্যবহার ও আমদানির বিষয়টিও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হবে ।" পাশাপাশি তিনি জানান, ই-কমার্স সংস্থাগুলিকেও প্লাস্টিকের প্যাকেজিং বন্ধ করতে বলবে সরকার । দেশে বছরে যত প্লাস্টিক ব্যবহার করা হয়, তার মধ্যে প্রায় 40 শতাংশ এই সংস্থাগুলি ব্যবহার করে ।