দিল্লি, 2 অক্টোবর : গান্ধি জন্মজয়ন্তীতে রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ সকাল সাড়ে সাতটা নাগাদ প্রধানমন্ত্রী রাজঘাটে যান । সেখানে তিনি গান্ধির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।
আজ গান্ধির পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন । রাজঘাট থেকে প্রধানমন্ত্রী যান বিজয়ঘাট । সেখানে তিনি লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান । এছাড়া সংসদ ভবনেও মহাত্মা গান্ধি ও লাল বাহাদুর শাস্ত্রির ছবিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান ।
গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রীর পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজঘাটে গিয়ে গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান । গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে আজ দিল্লির শালিমার বাগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ "গান্ধি সংকল্প যাত্রা"-য় অংশ নেন ।
গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে আজ দিল্লির শালিমার বাগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ "গান্ধি সংকল্প যাত্রা"-য় অংশ নেন নরেন্দ্র মোদি আজ সন্ধ্যায় আহমেদাবাদে গান্ধির সবরমতি আশ্রমে যাবেন । সেখানে সবরমতি নদীর ধারে এক অনুষ্ঠানে তিনি 2000 গ্রাম প্রধানের সামনে দেশকে প্রকাশ্যে শৌচকর্ম থেকে মুক্ত করার বিষয়টি ঘোষণা করবেন ।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজঘাটে গিয়ে গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান