পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেউ সীমানায় প্রবেশ করেনি, আমাদের পোস্টও দখল হয়নি : মোদি - ভারত-চিন সংঘর্ষ

গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের উপর চিনা সেনার হামলা নিয়ে সর্বদল বৈঠকে নরেন্দ্র মোদি সবাইকে আশ্বস্ত করেন ৷ এবং বলেন, দেশের সুরক্ষায় সেনা সদা সজাগ আছে ৷

image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Jun 20, 2020, 1:08 AM IST

দিল্লি, 20 জুন : ভারতের সীমান্ত পার করে কেউ দেশের মধ্যে অনধিকার প্রবেশ করেনি ৷ সর্বদল বৈঠকে এমনই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে তিনি জানিয়ে দেন, ভারতের কোনও পোস্টও কেউ দখল করেনি ৷ গালওয়ান উপত্যকায় LAC-তে চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ নিয়ে সর্বদল বৈঠকে একথা জানালেন প্রধানমন্ত্রী ৷

দাবি উঠেছিল চিনা সেনারা LAC পার করে ভারতের মাটিতে ঢুকে পড়েছে এবং ভারতীয় চেকপোস্ট চিনা সেনার দখলে ৷ এই দাবিকে খণ্ডন করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ কেউ দেশের মাটিতে প্রবেশ করেনি ৷ কোনও ভারতীয় পোস্ট চিনের দখলে নেই ৷ LAC -তে চিন যা করেছে তাতে গোটা ভারত মনে আঘাত পেয়েছে ও চিনের উপর রেগে আছে ৷ লাদাখে আমদের 20 জন বীর জওয়ান শহিদ হয়েছেন ৷ কিন্তু ভারত মাতার দিকে যারা তাকিয়ে ছিল তাদের শিক্ষা দিয়েছেন ৷’’

মোদি আরও বলেন, ‘‘আমি সবাইকে নিশ্চিত করতে চাই, দেশের সুরক্ষায় আমাদের সেনা সদা সজাগ রয়েছে ৷ এখন আমাদের যা শক্তি, তাতে দেশের এক ইঞ্চি জমির দিকে কেউ তাকাতে সাহস পাবে না ৷ আমরা যখন সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি, একই সঙ্গে চিনকেও পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে ৷ আমরা দেশের সার্বভৌমত্ব বজায় রেখে শান্তি ও বন্ধুত্ব চাই ৷’’

প্রসঙ্গত,প্রায় 50 বছরের ব্যবধানে চিন ও ভারতের সেনাদের মধ্যে এমন সংঘর্ষ হয় ৷ সোমবার চিনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । জানা যায়, ভারতীয় সেনাকর্মীদের উপর লোহার রড, পেরেক গাঁথা কাঠের দণ্ড, কাঁটাতার জড়ানো পাথর ছুড়ে আক্রমণ করে চিনা বাহিনী ৷ ঘটনাটি ঘটে গালওয়ান উপত্যকার 14 নম্বর পেট্রোল পয়েন্টের কাছে ৷

চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সেনাদের বলিদান বৃথা যাবে না ৷ আমরা যেমন শান্তিপ্রিয় তেমনই প্ররোচনার যোগ্য জবাব দিতে তৈরি ৷

ABOUT THE AUTHOR

...view details