পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর 'মন কি বাতে' অযোধ্যা প্রসঙ্গ - অযোধ্যা

এই মুহূর্তে দেশের প্রতিটি আমজনতার নজর যে দিকে, সেই অযোধ্যা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের মানুষকে সংযত থাকার বার্তা দিলেন ৷ পাশাপাশি, আজকের রেডিয়ো অনুষ্ঠানে জাতির জনককে নিয়েও বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী ৷

মোদি

By

Published : Oct 27, 2019, 2:39 PM IST

Updated : Oct 27, 2019, 7:28 PM IST

দিল্লি, 27 অক্টোবর : তিনি তাঁর মনের কথা বললেন, এটাই ছিল প্রথম এবং শেষ উদ্দেশ্য ৷ নোট বাতিল থেকে শুরু করে দেশের সামগ্রিক রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি আমজনতার সামনে তুলে ধরার পরিকল্পনা ছিল এই 'মন কি বাত' ৷ আর এই মুহূর্তে দেশের প্রতিটি আমজনতার নজর যে দিকে, সেই অযোধ্যা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের মানুষকে সংযত থাকার বার্তা দিলেন ৷ পাশাপাশি, আজকের রেডিয়ো অনুষ্ঠানে জাতির জনককে নিয়েও বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী ৷

বহু চর্চিত অযোধ্যা জমি সংক্রান্ত শুনানি সম্প্রতি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে ৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আগামী মাসে অবসর নেবেন ৷ রাজনৈতিক মহলের অনুমান, নিজের অবসরের আগেই এ বিষয়ে রায় ঘোষণা করতে পারেন তিনি ৷ আর এ সব নিয়েই কেবল উত্তরপ্রদেশ বা দিল্লি নয়, গোটা দেশের নজর রয়েছে শীর্ষ আদালতের দিকে ৷ সন্দেহ নেই, রায় ঘোষণা হলে যে কোনও মুহূর্তে পরিস্থিতি জটিল-উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে ৷ রাজনৈতিক মহলের অনুমান, আজ 'মন কি বাত' অনুষ্ঠানে তাই দেশের মানুষের জন্য আগাম বার্তা দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী ৷ শান্তভাবে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার কথাও বললেন তিনি ৷

আজকের 'মন কি বাত' অনুষ্ঠানে ইন্দিরা গান্ধির প্রতিও শ্রদ্ধা জানান ৷ সর্দার বল্লভভাই প্যাটেল নিয়েও বক্তব্য পেশ করেন ৷ তাঁর ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন ৷

আজ ছিল 'মন কি বাত' অনুষ্ঠানের 58তম পর্ব ৷ আজকের পর্বে প্রধানমন্ত্রী বললেন, "বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে দীপাবলি উদযাপিত হয় । তাতে শুধু দেশবাসীই সামিল হন এমন নয় । পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন এতে আসেন । বিশ্বে পর্যটন উৎসব খুব জনপ্রিয় । আমাদের এত উৎসব হয় । আমরাও তো ওই ধরনের উদ্যোগ নিতে পারি । আমাদের চেষ্টা করা উচিত । এতে অন্য দেশের, অন্য রাজ্যের মানুষদেরও সামিল করলে ভালো । "

Last Updated : Oct 27, 2019, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details