দিল্লি, 26 জুন : ঝাড়খণ্ডে গত সপ্তাহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আজ প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণে গণপিটুনিতে মৃত্যু, এনসেফালাইটিসে শিশুমৃত্যু থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে জল সংকট নিয়ে মুখ খুললেন মোদি ।
রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, "গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত । আমরা সুবিচার নিশ্চিত করতে চাই । এই ঘটনা যাতে বারবার না ঘটে তা নিয়ে পদক্ষেপ করতে চাই ।" তিনি তারপর বিরোধীদের উদ্দেশে বলেন, "রাজ্যসভার কিছু সদস্য ঝাড়খণ্ডকে গণপ্রহারের আখড়া বলে বর্ণনা করছেন । এটা কি ঠিক ? একটা রাজ্যকে অপমান করবেন কেন ? আমাদের কারও অধিকার নেই ঝাড়খণ্ডকে অপমান করার ।"