পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত : মোদি - rajyasabha

আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণে গণপিটুনিতে মৃত্যু, এনসেফালাইটিসে শিশুমৃত্যু থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে জল সংকট নিয়ে মুখ খুললেন মোদি ।

ঝাড়খণ্ডে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত : মোদি

By

Published : Jun 26, 2019, 10:18 PM IST

দিল্লি, 26 জুন : ঝাড়খণ্ডে গত সপ্তাহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আজ প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণে গণপিটুনিতে মৃত্যু, এনসেফালাইটিসে শিশুমৃত্যু থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে জল সংকট নিয়ে মুখ খুললেন মোদি ।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, "গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত । আমরা সুবিচার নিশ্চিত করতে চাই । এই ঘটনা যাতে বারবার না ঘটে তা নিয়ে পদক্ষেপ করতে চাই ।" তিনি তারপর বিরোধীদের উদ্দেশে বলেন, "রাজ্যসভার কিছু সদস্য ঝাড়খণ্ডকে গণপ্রহারের আখড়া বলে বর্ণনা করছেন । এটা কি ঠিক ? একটা রাজ্যকে অপমান করবেন কেন ? আমাদের কারও অধিকার নেই ঝাড়খণ্ডকে অপমান করার ।"

বিহারে এনসেফালাইটিসে শিশুমৃত্যু নিয়েও এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "এই ঘটনা দুঃখজনক। আমাদের জন্য লজ্জার বিষয় । আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি । আশা করি সকলের মিলিত চেষ্টায় দ্রুত এই সমস্যার সমাধান করতে পারব ।"

জল সংকট নিয়ে মোদি বলেন, "দেশের মোট 226টি জেলায় জল সংকট রয়েছে । আমরা স্থানীয় সাংসদদের অনুরোধ করেছি, কীভাবে সাংসদ উন্নয়ন তহবিলের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় তা খুঁজে বের করতে । সমাজেও সচেতনতা বাড়াতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details