পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"নৌসেনার রণতরীকে ব্যক্তিগত ট্যাক্সি বানিয়েছিলেন রাজীব", মোদির মন্তব্যে কড়া সমালোচনা কংগ্রেসের

মোদি বায়ুসেনার জেট বিমানকে ব্যক্তিগত ট্যাক্সিতে পরিণত করেছেন । RTI-র দেওয়া একটি রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত BJP ভারতীয় বায়ুসেনাকে 1.4 কোটি টাকা দিয়েছে বলে দাবি করেছে কংগ্রেস মুখপাত্র সুরজেওয়ালা ।

নরেন্দ্র মোদি

By

Published : May 9, 2019, 8:30 PM IST

Updated : May 11, 2019, 9:45 PM IST

দিল্লি, ৯ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র ৭৪৪ টাকার বিনিময়ে বায়ুসেনার জেট বিমানকে নিজের ব্যক্তিগত সফরের জন্য ব্যবহার করেছিলেন । জেট বিমানকে ব্যক্তিগত ট্যাক্সিতে পরিণত করেছেন মোদি । গতকাল রাজীব গান্ধিকে নিয়ে রাজধানীতে করা মোদির মন্তব্যের জবাব দিল কংগ্রেস ।

আজ দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, "মোদি বায়ুসেনার জেট বিমানকে ব্যক্তিগত ট্যাক্সিতে পরিণত করেছেন । RTI-র দেওয়া একটি রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত BJP ভারতীয় বায়ুসেনাকে ১.৪ কোটি টাকা দিয়েছে । কারণ, বায়ুসেনরা থেকে ভাড়া করা জেট বিমানে প্রধানমন্ত্রী ২৪০টি অন্তর্দেশীয় ব্যক্তিগত সফর করেছেন । মোদির বেশকিছু সফরের ক্ষেত্রে BJP খুব কম বিমান মাশুল দিয়েছে বায়ুসেনাকে । যেমন, চলতি বছরের ১৫ জানুয়ারি মোদির একটি সফরের জন্য বায়ুসেনাকে মাত্র ৭৪৪ টাকা বিমান মাশুল দিয়েছে BJP ।"

গতকাল দিল্লিতে একটি জনসভায় মোদি দাবি করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ভারতীয় নৌবাহিনীর INS-বিরাট যুদ্ধজাহাজ নিয়ে পারিবারিক ছুটি কাটাতে লাক্ষাদ্বীপ যান । তাঁর সঙ্গে যায় শ্বশুরবাড়ির লোকজনও । আসলে নৌসেনার রণতরীকে ব্যক্তিগত ট্যাক্সিতে পরিণত করেছিলেন রাজীব গান্ধি । আজ মোদির অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেস নেতৃত্ব দাবি করেছে এটা মোদির পক্ষেই বলা সম্ভব । কারণ, একমাত্র মোদিই ভোটের সময় বায়ুসেনার জেট বিমান ব্যবহার করেছিলেন ।

এদিকে, INS-বিরাটের তৎকালীন উপ-নৌসেনাপতি বিনোদ পাসরিচা মোদির মন্তব্য সম্পূর্ণ ভুল বলে দাবি করেন । তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে কোনও পারিবারিক ছুটি কাটাতে যাননি । প্রাক্তন প্রধানমন্ত্রী একটি সরকারি কাজেই স্ত্রী সোনিয়া গান্ধি ও পুত্র রাহুল গান্ধি-সহ দুজন নৌসেনা আধিকারিককে নিয়ে INS-বিরাটে করে লাক্ষাদ্বীপে যান । রাজীব গান্ধি সেইসময় বেশকিছু বৈঠক সারেন । রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নৌসেনার নামকে ব্যবহার করা হচ্ছে । এটা সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেন বিনোদ পাসরিচা ।

যদিও মোদির বক্তব্যের সমর্থনে INS বিরাটের প্রাক্তন নৌসেনা আধিকারিক ভি কে জেটলি জানান, সেইসময় ওই রণতরীতে এসে রাত্রিযাপন করেছিলেন সস্ত্রীক রাজীব গান্ধি । পরে সেখান থেকে হেলিকপ্টারে করে তাঁরা লাক্ষাদ্বীপ চলে যান ।

Last Updated : May 11, 2019, 9:45 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details