পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুপ্রিয়াকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পদ দিতে চেয়েছিলেন মোদি : শরদ পাওয়ার - modi pawer

মহারাষ্ট্রে BJP-কে সমর্থন করলে কন্যা সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে । নরেন্দ্র মোদির এই প্রস্তাব শুনে না করে দিয়েছিলেন তিনি । ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ পাওয়ার সোমবার একটি মারাঠি নিউজ় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন ।

pawer modi
মোদি পাওয়ার

By

Published : Dec 3, 2019, 9:42 PM IST

মুম্বই, 3 ডিসেম্বর : প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন । মহারাষ্ট্রে BJP-কে সমর্থন করলে কন্যা সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে । নরেন্দ্র মোদির প্রস্তাবে না করে দিয়েছিলেন তিনি । সোমবার একটি মারাঠি নিউজ় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ পাওয়ার ।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় 24 অক্টোবর ৷ তারপর সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহ টানাপোড়েন চলে ৷ প্রথমে দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ সঙ্গে উপমুখ্যমন্ত্রী হন NCP নেতা অজিত পাওয়ার ৷ কিন্তু, সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পর প্রথমে অজিত পাওয়ার পদত্যাগ করেন ৷ তারপরই পদত্যাগ করেন ফড়নবিশ ৷ এরপর NCP, কংগ্রেস ও শিবসেনা জোট সরকার গঠন করে ৷

মারাঠি নিউজ় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে NCP প্রধান শরদ পাওয়ার বলেন, মহারাষ্ট্রে BJP-কে সরকার গড়ার জন্য মাহায্য করতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর পরিবর্তে পাওয়ার কন্যা সুপ্রিয়াকে মন্ত্রী করার প্রস্তাব দেন মোদি । পাওয়ার সাক্ষাৎকারে বলেন, "প্রধানমন্ত্রী একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন । আমি তাঁকে বলেছিলাম যে আপনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো । সেই সম্পর্ক বজায় থাকবে । কিন্তু আমার পক্ষে একসঙ্গে কাজ করা সম্ভব নয় ৷"


গত মাসে রাজ্যসভার অধিবেশনে প্রধানমন্ত্রী NCP প্রধান শরদ পাওয়ারের প্রশংসা করেন । সংসদীয় রীতিনীতি কী ভাবে মেনে চলতে হয় সে বিষয়ে NCP দলের কাছ থেকে অন্যদের শিক্ষা নিতে হবে । প্রধানমন্ত্রী এর আগেও এই মারাঠা রাজনীতিবিদের প্রশংসা করেন । এমন কী 2016 সালে পুণের এক সভায় মোদি বলেন যে শরদ পাওয়ার তাঁকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছেন ।

For All Latest Updates

TAGGED:

modi pawer

ABOUT THE AUTHOR

...view details