দিল্লি, 24 জানুয়ারি : দিল্লিতে কুয়াশার দাপট অব্যাহত । আজ সকাল থেকে দিল্লির বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে মুড়ে যায় । পাল্লা দিয়ে তাপমাত্রা অনেক নেমে যায় ।
আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস । কুয়াশার পাশাপাশি পূর্ব দিক থেকে ঠান্ডা হাওয়া বইতে থাকে । পশ্চিম হিমালয় থেকে ছাণ্ডা বাতাসও হু হু করে রাজধানীতে ঢুকে পড়ায় তাপমাত্রা নিম্নমুখী রয়েছে । আজ আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল । ঘন কুয়াশার জেরে দিল্লির বাতাসের গুণমান "অত্যন্ত খারাপ" ক্যাটাগরিতে পৌঁছে যায় ।