শ্রীনগর, 9মে : উপত্যকায় ফের চালু হল মোবাইল ফোন পরিষেবা । গতরাত থেকে স্বাভাবিক হয় পরিষেবা। হিজ়বুল প্রধান রিয়াজ় নাইকুকে এনকাউন্টারে নিকেশের পর মোবাইল পরিষেবা বন্ধ করা হয়েছিল । তিনদিন এই পরিষেবা বন্ধ ছিল ।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে । পরিস্থিতির উন্নতি করতেই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিন্তু মোবাইল ফোন পরিষেবা চালু করা হল ।