কোট্টায়াম (কেরালা), 27 সেপ্টেম্বর : প্রয়াত কেরালার কংগ্রেস নেতা সি এফ থমাস । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 । আজ তিনি থিরুভাল্লা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন । জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । এরপরই তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
প্রয়াত কেরালার কংগ্রেস নেতা সি এফ থমাস - কেরালা কংগ্রেস নেতা
ছাত্র নেতা হিসেবে রাজনীতিতে যোগদান করেন তিনি । এরপর কংগ্রেসের চাঙ্গানাসেরি টাউন (পশ্চিম) মন্ডলম কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান তিনি ।
![প্রয়াত কেরালার কংগ্রেস নেতা সি এফ থমাস C F Thomas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:42:40:1601187160-8955432-563-8955432-1601184035352.jpg)
1939 সালের 30 জুলাই চাঙ্গানাসেরিতে জন্ম থমাসের । কেরালায় কংগ্রেসের ছাত্র সংগঠন কেরালা স্টুডেন্টস ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন তিনি । এরপর কংগ্রেসের চাঙ্গানাসেরি টাউন (পশ্চিম) মন্ডলম কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান । 1980 সাল থেকে চাঙ্গানাসেরি এলাকার বিধায়ক রয়েছেন থমাস । একবারও ভোটে পরাজিত হননি । কেরালার গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রীও ছিলেন । 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই দায়িত্ব সামলেছেন তিনি । পাশাপাশি তিনি কেরালা কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি ও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন ।