গুয়াহাটি, 31 অগাস্ট : আজ অসমে প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি । চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই দেখা যায় 19 লাখ আবেনদকারীদের নাম বাদ পড়েছে । তাঁদের মধ্যে রয়েছেন অসমের বিধায়কও । অসমের বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল AIUDF-র (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) বিধায়ক অনন্ত কুমার মালোর নাম তালিকায় নেই । তা ছাড়া অসমের প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারের নামও চৃড়ান্ত তালিকায় নেই ।
অসমের দলগাঁওয়ের বিধায়ক ইলিয়াস আলির পরিবারের চারজনের নামও বাদ পড়েছে নাগরিকপঞ্জি থেকে । এই চার সদস্যের মধ্যে ইলিয়াস আলির মেয়েও রয়েছে ।