পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NRC-তে নেই বিধায়ক, প্রাক্তন সরকারি আধিকারিকের নাম - assam

অসমের বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল AIUDF-র (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) বিধায়ক অনন্ত কুমার মালোর নাম তালিকায় নেই । তা ছাড়া বিমল চৌধুরি নামে এক অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা আধিকারিকের নাম নেই তালিকায় ।

অনন্ত কুমার মালো

By

Published : Aug 31, 2019, 4:53 PM IST

গুয়াহাটি, 31 অগাস্ট : আজ অসমে প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি । চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই দেখা যায় 19 লাখ আবেনদকারীদের নাম বাদ পড়েছে । তাঁদের মধ্যে রয়েছেন অসমের বিধায়কও । অসমের বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল AIUDF-র (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) বিধায়ক অনন্ত কুমার মালোর নাম তালিকায় নেই । তা ছাড়া অসমের প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারের নামও চৃড়ান্ত তালিকায় নেই ।

অসমের দলগাঁওয়ের বিধায়ক ইলিয়াস আলির পরিবারের চারজনের নামও বাদ পড়েছে নাগরিকপঞ্জি থেকে । এই চার সদস্যের মধ্যে ইলিয়াস আলির মেয়েও রয়েছে ।

শুধু বিধায়ক বা তাঁদের পরিবার নয়, তালিকা থেকে নাম বাদ পড়েছে সরকারি কর্মীদেরও । বিমল চৌধুরি নামে এক অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা আধিকারিকের নাম নেই তালিকায় । বাদ পড়েছে প্রাক্তন সেনা আধিকারিক মহম্মদ সানাউল্লার নামও ।

এই বিষয়ে মহম্মদ সানাউল্লা বলেন, "খসড়া তালিকাতেও আমার নাম ছিল না । আমার মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন । দেশের বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে । আমার বিশ্বাস আমি ন্যায় পাব ।"

ABOUT THE AUTHOR

...view details