শ্রীনগর,5 নভেম্বর: নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পরেই এক পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার হল । বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়ে যায় । নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পরেই তাঁর দেহ একটি গাছে বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
গাছে বাঁধা অবস্থায় নিখোঁজ পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার - budgam
নিখোঁজ এক পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার হল । বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়ে যায় । তাঁর দেহ একটি গাছে বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
গাছে বাঁধা অবস্থায় নিখোঁজ পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার
একজন পুলিশ কর্মকর্তা জানান, মৃত পুলিশ কনস্টেবল ইশফাক রেদারকে বারামুল্লা জেলার পরিহাসস্পোরার পট্টন এলাকার পোস্টিং করা হয়েছিল ।
মৃত পুলিশকর্মী মাগাম এলাকার বাসিন্দা । গত সন্ধ্যায় বাড়ি থেকে তিনি নিখোঁজ হন এবং আগ্রিকলান এলাকায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার আরও তথ্য জানতে তদন্ত চলছে ।