শ্রীনগর,5 নভেম্বর: নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পরেই এক পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার হল । বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়ে যায় । নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পরেই তাঁর দেহ একটি গাছে বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
গাছে বাঁধা অবস্থায় নিখোঁজ পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার - budgam
নিখোঁজ এক পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার হল । বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়ে যায় । তাঁর দেহ একটি গাছে বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
![গাছে বাঁধা অবস্থায় নিখোঁজ পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার missing-policeman-body-found-tied-to-a-tree-in-j-ks-budgam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9440613-thumbnail-3x2-police.jpg)
গাছে বাঁধা অবস্থায় নিখোঁজ পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার
একজন পুলিশ কর্মকর্তা জানান, মৃত পুলিশ কনস্টেবল ইশফাক রেদারকে বারামুল্লা জেলার পরিহাসস্পোরার পট্টন এলাকার পোস্টিং করা হয়েছিল ।
মৃত পুলিশকর্মী মাগাম এলাকার বাসিন্দা । গত সন্ধ্যায় বাড়ি থেকে তিনি নিখোঁজ হন এবং আগ্রিকলান এলাকায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার আরও তথ্য জানতে তদন্ত চলছে ।