দিল্লি, 28 সেপ্টেম্বর : ভারতের দূরপাল্লা প্রতিরক্ষা মজবুত করতে ভারতীয় সেনা সাবসোনিক মিজ়াইল নির্ভয়কে নিয়ে গেল প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) ৷ ভূমি থেকে ভূমি প্রায় 1 হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই মিজ়াইলটি ৷
LAC-তে সেনার শক্তি বাড়াতে নিয়ে যাওয়া হল মিজ়াইল নির্ভয়কে - মিজ়াইল নির্ভয়া
নির্ভয় ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিম্ন স্তরের স্টিলথ স্ট্রাইক করতে সক্ষম ৷ অর্থৎ এটি ভূমির 100 মিটার থেকে চার কিলোমিটারের মধ্যে উড়তে সক্ষম ৷
নির্ভয় ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিম্ন স্তরের স্টিলথ স্ট্রাইক করতে সক্ষম ৷ অর্থৎ এটি ভূমির 100 মিটার থেকে চার কিলোমিটারের মধ্যে উড়তে সক্ষম ৷ এছাড়া লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে হামলা করতে সক্ষম এই মিজ়াইল ৷ ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) এই মিজ়াইলটি তৈরি করেছে ৷ এবং সাত বছর ধরে এই মিজ়াইলটিকে পরীক্ষা করা হয়েছে ৷
এই প্রথম নির্ভয় মিজ়াইলকে ভারতের প্রতিরক্ষা বাহিনীতে অর্ন্তভুক্ত করা হল ৷ সূত্রের খবর অনুযায়ী খুব কম সংখ্যকই নির্ভয় মিজ়াইল এই মুহূর্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিয়ে যাওয়া হয়েছে ৷ পরবর্তীকালে এই মিজ়াইলটিকে সম্পূর্ণ ছাড়পত্র দেওয়া হবে ৷ সমস্ত আবহওয়ায় পৃষ্ঠ থেকে পৃষ্ঠ আঘাত হানতে সক্ষম এই মিজ়াইলটির রেঞ্জ 1 হাজার কিলোমিটার ৷ যার অর্থ এটি তিব্বতে আঘাত হানতে সক্ষম ৷