পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়ির ছাদে প্রসব ধর্ষিত নাবালিকার, গ্রেপ্তার অভিযুক্ত

গত শনিবার রাতে তাদের কাছে একটি ফোন আসে ৷ সেইমতো উত্তর দিল্লির ওই এলাকায় গিয়ে শিশু ও নাবালিকাকে উদ্ধার করে পুলিশ ৷

minor-rape-victim-gives-birth-on-terrace-of-her-house-in-north-delhi
বাড়ির ছাদে শিশুর জন্ম দিল নাবালিকা ধর্ষিতা

By

Published : Nov 5, 2020, 10:33 PM IST

দিল্লি, 5 নভেম্বর : নিজের বাড়ির ছাদে সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার হওয়া এক নাবালিকা ৷ বুধবার এই খবরটি জানিয়েছে উত্তর দিল্লির পুলিশ ৷ তারা জানিয়েছে, গত 31 অক্টোবর পুলিশের কাছে একটি কল আসে ৷ সেই ফোনের উলটো দিকে থাকা কলার সদ্যোজাতের জন্মের কথা জানান ৷ পুলিশ একটি কাপড়ে মোড়া অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, গত শনিবার রাতে তাদের কাছে একটি ফোন আসে ৷ সেইমতো উত্তর দিল্লির ওই এলাকায় গিয়ে শিশু ও নাবালিকাকে উদ্ধার করে পুলিশ ৷

আট থেকে ন’মাস আগে বছর ষাটের এক ব্য়ক্তি তাকে ধর্ষণ করে ৷ ভয়ে এবিষয়ে সে তার মাকে কিছুই জানায়নি ৷ নির্যাতিতা নাবালিকা তার মায়ের সঙ্গে একাই থাকে ৷ 31 তারিখ রাতে সে বাড়ির ছাদে সন্তানের জন্ম দেয় ৷ এরপর বাড়ির সবাইকে লুকিয়ে দূরে একটি দোকানের বাইরে শিশুটিকে রেখে চলে আসে ওই নাবালিকা ৷ পুলিশ সদ্যোজাতকে উদ্ধার করার পর ওই এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখে নাবালিকাকে খুঁজে বের করে ৷

শিশুটিকে চিকিৎসার জন্য় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে POCSO আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷ এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্য়ে গ্রেপ্তার করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details