জয়পুর, 3 জুলাই : বাড়ির বাইরে খেলা করছিল মেয়েটি। বয়স সাত । অজ্ঞাতপরিচয় এক বাইকআরোহী তুলে নিয়ে যায় মেয়েটিকে। প্রথমে বেল্ট দিয়ে মারা হয়। পরে ধর্ষণ করা হয় তাকে। দু' ঘণ্টা পরে বাড়ি থেকে ১৫ কিমি দূরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে। জয়পুরের শাস্ত্রী নগর এলাকা এই ঘটনার পরই উত্তাল হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান থানার সামনে। রাতভর বিক্ষোভ ও ধরনা চলে। ভাঙচুর করা হয় বেশ কিছু গাড়ি। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচের জানলাও। সোশাল মিডিয়ায় ঘটনা শেয়ার হওয়ায় ছড়ায় উত্তেজনাও। রাজস্থানের জয়পুরের বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় পুলিশি নির্দেশে। হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় ১৬ জনকে। অভিযুক্ত অধরা এখনও।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মেয়েটি যখন বাড়ির উঠোনে খেলছিল, তখন এক ব্যক্তি এসে বলে, তার বাবাকে কিছু টাকা দেওয়ার আছে, এর পরই বাড়ির উঠোন থেকে নাবালিকাকে অপহরণ করে বাইকে চম্পট দেয় অভিযুক্ত। মেয়েটিকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় পুলিশে। পরে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে অমানিশা ক্যানেলের কাছে তাকে পাওয়া যায়। জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় ওই নাবালিকাকে।
আরও পড়ুন : মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিতে ভাঙল বাঁধ, মৃত 8 ; প্লাবিত গ্রামের পর গ্রাম