লখনউ, 19 জুন : মধ্যপ্রদেশের রাজ্যপালের সামান্য শারীরিক উন্নতি হয়েছে । কিন্তু এখনও ভেন্টিলেটরে লালজি ট্যান্ডন । আজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রাজ্যপাল লালজির শারীরিক অবস্থার কথা জানানো হয় ।
মেডাটানা হাসপাতালের ডিরেক্টর রাকেশ কাপুর সংবাদ মাধ্যমে রাজ্যপালের শারীরিক অবস্থার কথা জানান । তিনি বলেন, “তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে । কিন্তু তিনি এখনও ভেন্টিলেশনে আছেন । তাঁর শারীরিক অবস্থা গুরুতর হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে ।”