কানপুর(উত্তরপ্রদেশ): বাড়ি থেকে উদ্ধার হল এক কিশোরীর দেহ । কানপুরের নিউ আজ়াদ নগর এলাকার ঘটনা । তাকে গণধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে ।
কানপুর দক্ষিণের পুলিশ আধিকারিক অপর্ণা গুপ্তা বলেন, "27 জুন আমরা কিশোরীর মৃত্যুর খবর পাই । বাড়ি থেকে তার দেহ উদ্ধার করা হয় । তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।"