পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে - রাজস্থান

ওই নাবালিকা এদিন বাড়িতে একাই ছিল । অভিযুক্ত দুই যুবক বাইকে করে একটি নির্জন এলাকায় নিয়ে যায় তাকে । এরপর সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ।

Gang rape
Gang rape

By

Published : Oct 7, 2020, 4:51 PM IST

বার্মার (রাজস্থান), 7 অক্টোবর : নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে । রাজস্থানের বার্মার এলাকার ঘটনা ।

জানা গিয়েছে, ওই নাবালিকা এদিন বাড়িতে একাই ছিল । অভিযুক্ত দুই যুবক বাইকে করে একটি নির্জন এলাকায় নিয়ে যায় তাকে । এরপর সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । অভিযোগ, ওই নাবালিকাকে অজ্ঞান অবস্থাতেই ফেলে রেখে চলে যায় দুই যুবক । এরপরেই পরিবারের লোকেরা খোঁজ শুরু করে তার । তাঁদের দাবি, স্থানীয় একটি স্কুল থেকে ওই কিশোরীকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় । এরপরেই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয় । অভিযোগ দায়ের করা হয় থানাতে ।

অভিযোগ পাওয়ার পরই এদিন ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন বার্মার জেলার কালেক্টর ভিশরাম মিনা ও SP আনন্দ শর্মা । এ-বিষয়ে কালেক্টর ভিশরাম মিনা বলেন, "এই ঘটনার তদন্ত শুরু হয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই নাবালিকার ঠিকঠাক চিকিৎসা করা হয় ।" অপরদিকে SP আনন্দ শর্মা বলেন, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে । ওই নাবালিকার বয়ানও রেকর্ড করা হবে বলে বলেন তিনি ।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই রাজস্থানের বিভিন্ন এলাকায় নাবালিকাকে ধর্ষণ অভিযোগ উঠছে । গত 4 অক্টোবর ভাদোরখি জেলায় এক নাবালিকাকে ধর্ষণ এর অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে । এরপরেই ওই নাবালিকার বাবা থানায় অভিযোগ দায়ের করেন । অপরদিকে, কৌনচ জেলায় এক নাবালিকাকে গণধর্ষণ এর অভিযোগ ওঠে 6 জনের বিরুদ্ধে ।

ABOUT THE AUTHOR

...view details