দিল্লি, 24 জুলাই : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোনও সমাবেশ বা জমায়েত করা যাবে না, নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক । ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সেখানে জানানো হয়েছে, ভার্চুয়ালি স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে ৷ এড়িয়ে চলতে হবে জমায়েত ৷ মন্ত্রকের পরামর্শ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে সম্প্রচার করা যেতে পারে ।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা, প্রতি বছরের মতো এই বছরও স্বাধীনতা দিবস উদযাপন হবে । কিন্তু, কোরোনার সংক্রমণের কারণে এই বছর কয়েকটি নিয়ম-বিধি মেনে দিনটি উদযাপন করতে হবে ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে COVID-19 নিয়ে যে নির্দেশিকা রয়েছে, তা মেনে চলতে হবে । অর্থাৎ, উদযাপনে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব । মাস্ক পরতে হবে । সঠিকভাবে স্যানিটাইজ় করতে হবে । এড়িয়ে চলতে হবে জমায়েত বা সমাবেশ ।
রাজ্যগুলিকে স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ, উদযাপনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে । বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য বা যাঁরা অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তাঁদের জন্য ইন্টারনেটকে মাধ্যম করা যেতে পারে ।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, দিল্লিতে প্রতি বছরের মতো এই বছরও জাতীয় পতাকা উত্তোলন করা হবে । 21টি গান স্যালুট দেওয়া হবে । জাতীয় সংগীত গাওয়া হবে । স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন ৷ রাষ্ট্রপতি ভবনে 'অ্যাট হোম' রিসেপশন হবে ।