কলকাতা, 20 ডিসেম্বর : জানুয়ারির প্রথম সপ্তাহে গঙ্গাসাগর মেলা । গঙ্গাসাগর মেলায় যানপরিবহন ও অন্যান্য ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে আলিপুর রিজিওনাল ট্রান্সপোর্ট দপ্তরে একটি উচপদস্থ বৈঠক হল । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকরা ।
বিভিন্ন রাজ্য এমন কী বিদেশ থেকেও আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা । এই ভিড় সামাল দিতে রাজ্য প্রশাসন অনেক আগে থাকতে সক্রিয় থাকে । এই মেলা উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার জন্য পরিবহন দপ্তরের বিশেষ ব্যবস্থা গ্রহণ করে । আলিপুর RTO-র এক আধিকারিক বলেন, "বৈঠকে মূলত গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা হয় । " যাত্রী সুরক্ষার পাশাপাশি এই মেলাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
যেকোনও রকম পথ দুর্ঘটনা এড়াতে বাস ও ছোটো গাড়ির গতি বেঁধে দেওয়া হয়েছে । গাড়ি বা বাসগুলি প্রতি ঘণ্টায় 40 কিলোমিটারের বেশি জোরে যেতে পারবে না । প্রতি 10 কিলোমিটারে রাস্তায় স্পিড লেজার গান বসানো হবে । যদি কোনও গাড়ি 40 কিমির বেশি বেগে গেলে সেই মেশিন গাড়িগুলিকে চিহ্নিত করতে পারবে ।