পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুপওয়াড়ায় খতম জঙ্গি পাকিস্তানি - কুপওয়ারা জেলা

দুই জঙ্গির মধ্যে LeT কমান্ডার নাসির-উ-দিন লোন গত 18 এপ্রিল সোপোরে হামলায় জড়িত ছিল । অন্যদিকে, 4 মে হান্দওয়াড়ায় হামলাকারীদের মধ্যে ছিল দানিশ, যেখানে তিন CRPF জওয়ান শহিদ হন । জানিয়েছে পুলিশ ।

militants
militants

By

Published : Aug 20, 2020, 1:10 PM IST

শ্রীনগর, 20 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় লস্কর-ই-তৈবার (LeT) কমান্ডারের সঙ্গে খতম হওয়া অপর জঙ্গি পাকিস্তানের নাগরিক। জানাল জম্মু ও কাশ্মীর পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল কুপওয়াড়ায় এনকাউন্টারে খতম হয় দানিশ নামে ওই পাকিস্তানি জঙ্গি । জম্মু-কাশ্মীর পুলিশের IG বিজয় কুমার বলেন, এই দুই জঙ্গিকে খতম করা সেনাবাহিনীর একটা বড় সাফল্য । এই দুই জঙ্গির মধ্যে LeT কমান্ডার নাসির-উ-দিন লোন 18 এপ্রিল সোপোরে হামলায় জড়িত ছিল । যেখানে তিন CRPF জওয়ান শহিদ হন । অন্যদিকে, 4 মে হান্দওয়াড়ায় হামলাকারীদের মধ্যে ছিল দানিশ, যেখানে আরও তিন CRPF জওয়ান শহিদ হন । নাসির-উ-দিন লোনের কাছ থেকে ভারতীয় সেনার একটি একে-47 রাইফেল উদ্ধার হয়েছে ।

কাশ্মীর জ়োন পুলিশের অফিশিয়াল টুইটার পেজে আজ একটি CCTV ভিডিয়ো আপলোড করা হয়েছে । সোপোরে আহাদ বাবা চকের কাছে LeT কমান্ডার নাসির-উ-দিন লোনকে CRPF জওয়ানদের দিকে গুলিবর্ষণ করতে দেখা গেছে সেই ভিডিয়োয় । পুলিশ জানিয়েছে, গতকাল কুপওয়াড়া জেলার হান্দওয়াড়ার গানিপোরা ক্রালগুন্দ এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী । সে-সময়ই এনকাউন্টারে নিকেশ করা হয় এই দুই জঙ্গিকে । এর আগে গতকালই আরেকটি অভিযানে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে আরও দুই জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details