অবন্তীপোরা, 8 অক্টোবর : ফের উত্তপ্ত উপত্যকা ৷ আজ সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা সংলগ্ন কাইভান অঞ্চলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ বাধে ৷ দু'পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয় ৷
অবন্তীপোরায় নিকেশ জঙ্গি - Awantipura
ফের গুলির লড়াই উপত্যকায় ৷ আজ সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা সংলগ্ন কাইভান অঞ্চলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ বাধে ৷ দু'পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয় বলে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে ৷
কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ৷ প্রায় দু'মাস পর বৃহস্পতিবার থেকে ফের পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উপত্যকা ৷ ঠিক এই সময়ে আবারও সংঘর্ষ অবন্তীপোরায় ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও বুলেট ৷ তবে মৃত জঙ্গির পরিচয় ও কোন সংগঠনের সাথে যুক্ত তা এখনও জানা যায়নি ৷
কাশ্মীর পুলিশের তরফে একটি টুইটে জানানো হয়, "অবন্তীপোরা সংলগ্ন অঞ্চলে সংঘর্ষে এক জঙ্গি মারা যায় ৷ আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার হলেও মৃত জঙ্গির পরিচয় ও কোন সংগঠনের সাথে যুক্ত তা এখনও জানা যায়নি ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ "