ওয়াশিংটন , 26 অক্টোবর : টু প্লাস টু আলোচনায় আজ ভারতে আসছেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও । বিশ্বে চিনের ক্রমবর্দ্ধমান প্রভাব নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শুধু ভারত নয় , শ্রীলঙ্কা , মালদ্বীপ , ইন্দোনেশিয়া সফরেও যাবেন তিনি । তাঁর সঙ্গে এই সফরে রয়েছেন অ্যামেরিকার প্রতিরক্ষামন্ত্রকের সেক্রেটারি মার্ক টি এস্পার ।
এই সফর নিয়ে গতরাতে পম্পেও একটি টুইট করেন। লেখেন, "সঙ্গী দেশগুলির সঙ্গে স্বাধীন , শক্তিশালী , সমৃদ্ধশীল গোষ্ঠী গড়ে তোলার লক্ষে মুক্ত ও স্বাধীন দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ । "