পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্র থেকে ফেরার পথে মৃত দাসপুরের ব্যক্তি - মহারাষ্ট্র

মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হল দাসপুরের এক ব্যক্তির । তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । প্রশাসনের তরফ থেকে সহযাত্রীদের সঙ্গে বাসচালককেও কোয়ারানটিনে রাখা ব্যবস্থা করা হয়েছে ।

The body of dead goldsmith
The body of dead goldsmith

By

Published : May 29, 2020, 1:53 PM IST

দাসপুর, 28 মে : মহারাষ্ট্রে কর্মস্থল । সেখান থেকে বাসে করে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় বছর 43-র এক ব্যক্তির । নাম কমল সেনাপতি, দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা । তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের জন্য তৎপর ঘাটাল মহকুমা প্রশাসন । মৃত ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত বাসের চালক ও যাত্রীদের ঘাটালের কোয়ারানটিন সেন্টারে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন ।

দাসপুর পুলিশের তৎপরতায় ভিনরাজ্য থেকে ফেরত ওই যাত্রীবাহী বাস মৃতদেহ নিয়ে আজ ঘাটাল হাসপাতালে পৌঁছায় । পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে, ওই মৃতদেহের ময়নাতদন্তের পাশাপাশি লালারসেরও পরীক্ষা করা হবে । এছাড়া জানা যায়, মহারাষ্ট্রের নিজের কর্মস্থল থেকে ফেরার পথে ওড়িশার কিছু আগে বুধবার দুপুরে বাসের মধ্যেই মৃত্যু হয় কমল সেনাপতির ।

বাসের অন্য যাত্রীদের থেকে জানা গেছে, ২৬ মে মহারাষ্ট্র থেকে ঘাটালের উদ্দেশে রওনা দিয়েছিল এই বাস । ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন কমল সেনাপতি । বুধবার সকালে পেটের গোলযোগেও ভোগেন । বাসের অন্য যাত্রীরা রাস্তার ধারের একাধিক হাসপাতালে ভরতি করার চেষ্টা করেন কিন্তু কোথাও ভরতি না নেওয়ায় বাসেই থাকতে বাধ্য হন তিনি । অবশেষে তাঁর মৃত্যু হয় ।

বাসটিতে প্রায় 30 জন যাত্রী ছিলেন । তাঁদের ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের কোয়ারানটিন সেন্টারে রাখার ব্যবস্থা করেছে প্রশাসন । এবং সকলের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে ঘাটাল হাসপাতাল ।

এছাড়া আরও জানা যায়, ওই বাসে ঘাটাল মহকুমা ছাড়াও পাঁশকুড়া, ডেবরা এলাকারও কয়েকজন যাত্রী ছিলেন । বাসচালক যাত্রীদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, বাস থেকে কোনও যাত্রীকেই পাঁশকুড়া বা ডেবরা এলাকায় নামাবেন না । সেইমতো তিনি বাসের সমস্ত যাত্রীকে নিয়ে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে পৌঁছান ।

বাসের ওই চালকও এখন অন্য যাত্রীদের সঙ্গে কোয়ারানটিনে রয়েছেন । যাত্রীদের একাংশ মনে করছে, বাস চালকের এই ভূমিকায় জেলায় কোরোনা সংক্রমণ কিছুটা হলেও আটকানো সম্ভব হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details