গরিয়াবন্দ (ছত্তিশগড়), 7 জুন : ছত্তিশগড়ের একটি কোয়ারানটিন সেন্টারে আজ এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন সেই শ্রমিক । হায়দরাবাদ থেকে ফেরার পর গরিয়াবন্দের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল তাঁকে ।
গরিয়াবন্দের ASP সুখনন্দন রাঠোর বলেন, “গরিয়াবন্দের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল ওই যুবককে । তেলাঙ্গানা থেকে কয়েকদিন আগেই ফিরেছিলেন ওই যুবক । তাঁর গ্রামেই 14দিনের জন্য একটি কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল ।”