পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ে কোয়ারানটিন সেন্টারে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ - migrant wrorkers amid lockdown in India

আজ সকালে ছত্তিশগড়ের একটি কোয়ারানটিন সেন্টারে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । আত্মহত্যা না কি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ । হায়দরাবাদ থেকে নিজ রাজ্যে ফিরেছিলেন ওই যুবক ।

migrant
migrant

By

Published : Jun 7, 2020, 9:35 PM IST

গরিয়াবন্দ (ছত্তিশগড়), 7 জুন : ছত্তিশগড়ের একটি কোয়ারানটিন সেন্টারে আজ এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন সেই শ্রমিক । হায়দরাবাদ থেকে ফেরার পর গরিয়াবন্দের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল তাঁকে ।

গরিয়াবন্দের ASP সুখনন্দন রাঠোর বলেন, “গরিয়াবন্দের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল ওই যুবককে । তেলাঙ্গানা থেকে কয়েকদিন আগেই ফিরেছিলেন ওই যুবক । তাঁর গ্রামেই 14দিনের জন্য একটি কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল ।”

কিন্তু কী কারণে ওই যুবক এমন কাজ করলেন সেই বিষয় এখনও স্পষ্ট নয় । আত্মহত্যা করেছিলেন না কি অন্য কোনও কারণ আছে এখনও সেই বিষয়ে স্পষ্ট নয় । একটি মামলা দায়ের করা হয়েছে । সেই মামলার ভিত্তিতেই তদন্ত হবে এবং বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ ।

এদিকে, ছত্তিশগড় স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 950 এবং চারজনের মৃত্যু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details