পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের ভেঙে পড়ল মিগ-21

ভেঙে পড়ল মিগ-21 যুদ্ধবিমান । আজ সকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সেটি ভেঙে পড়ে ।

By

Published : Sep 25, 2019, 11:34 AM IST

Updated : Sep 25, 2019, 1:35 PM IST

মিগ-21

গোয়ালিয়র, 25 সেপ্টেম্বর : ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-21 । আজ সকালে রুটিন মহড়া চলাকালীন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বায়ুসেনার বেসের কাছে সেটি ভেঙে পড়ে । বিমানে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন ও স্কোয়াড্রন লিডার । তাঁরা দু'জনই সুরক্ষিত রয়েছেন । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা । এই তদন্তের নেতৃত্বে থাকবেন একজন IAF অফিসার, যিনি কর্নেল পদে রয়েছেন ।

চলতি বছরের মার্চে রাজস্থানের বিকানিরে একটি মিগ-21 বাইসন বিমান ভেঙে পড়েছিল । সেইসময় পাইলট সুরক্ষিতভাবে বেল আউট করতে সক্ষম হয়েছিলেন । সূত্রের খবর, রুটিন মহড়ার জন্য বিমানটির উড়ানের পর কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল । উল্লেখ্য, মিগ-21 বাইসন বিমান নিয়ে পাকিস্তানের এফ-16 যুদ্ধবিমানকে গুলি করে নিচে নামিয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ।

বায়ুসেনা সূত্রে খবর, মিগ-21 ও মিগ-21 বাইসন বিমান সাবেক সোভিয়েত যুগের সিঙ্গল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার বা গ্রাউন্ট অ্যাটাক বিমান ।

Last Updated : Sep 25, 2019, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details