দিল্লি, 27 মে : 31 মে শেষ হতে চলেছে চতুর্থ দফার লকডাউন । তারপরও কি লকডাউন চলবে ? এই নিয়ে বিভিন্ন জল্পনা দেখা দিয়েছে । কিন্তু, কেন্দ্রীয় সরকার লকডাউন 5.0 নিয়ে ছড়ানো জল্পনাকে খারিজ করল । কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, দেশে পঞ্চম দফায় লকডাউন জারি থাকবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
ছড়ানো একটি রিপোর্টে বলা হয়েছিল যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রবিবার 'মন কি বাত' শো'তে লকডাউন 5-এর ঘোষণা করবেন । পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রের তরফেও নাকি এই বিষয়ে বলা হয়েছিল বলে ওই রিপোর্টে বলা হয় । এই খবরকেই মিথ্যে বলে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সঙ্গে জানানো হয়, এই খবরে বলা সমস্ত তথ্য জল্পনা ছাড়া কিছু নয় ।