দিল্লি, 1 এপ্রিল : কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। দিল্লিতে আদৌ কি হাতে হাত মেলাবে কংগ্রেস-AAP ? হিসেবনিকেশের খেলাও শুরু হয়েছিল রাজনৈতিক দলগুলির অন্দরে। আজ অবশ্য AAP প্রধান অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দিলেন, লোকসভা নির্বাচনে দিল্লিতে দু'পক্ষের জোটের কোনও সম্ভাবনা নেই। কারণ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিই জোট করতে চাইছেন না।
গতকাল বিশাখাপটনমের সমাবেশে যোগ দেন অরবিন্দ। সেখান থেকে ফেরার পথে আজ সকালে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। প্রশ্নের উত্তরে বলেন, "রাহুল গান্ধির সঙ্গে দেখা হয়েছে। একটা কথা বলতে চাই, শীলা দীক্ষিত গুরুত্বপূর্ণ নেত্রী নন। তিনি কী বললেন তাতে কিছু যায় আসে না।" এর আগে শীলা জানিয়েছিলেন, জোটের জন্য AAP-এর তরফে কোনও প্রস্তাব আসেনি।