পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুলওয়ামা হামলায় শহিদদের স্মরণে স্মৃতিসৌধের উন্মোচন আজ - পুলওয়ামা হামলায় শহিদদের স্মরণে স্মৃতিসৌধের উন্মোচন

পুলওয়ামায় বিস্ফোরণ স্থানের পার্শ্ববর্তী একটি CRPF ক্যাম্পে স্মৃতিসৌধগুলি নির্মাণ করা হয়েছে । আজই উদ্বোধন করা হবে।

ছবি
ছবি

By

Published : Feb 14, 2020, 10:19 AM IST

Updated : Feb 14, 2020, 11:33 AM IST

শ্রীনগর, 14 ফেব্রুয়ারি : সেদিন শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে CRPF-এর কনভয় যাচ্ছিল । ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি স্করপিও গাড়ি নিয়ে এক জঙ্গি কনভয়ের গাড়িতে ধাক্কা মারে । আজকের দিনে ঠিক একবছর আগের সেই বিস্ফোরণে শহিদ হয়েছিলেন 40 জন CRPF জওয়ান । আজ তাঁদের স্মৃতিসৌধ উন্মোচন হবে জম্মু-কাশ্মীরের লেতপোরা ক্যাম্পে ।

পুলওয়ামায় বিস্ফোরণের জায়গাটির পাশেই একটি CRPF ক্যাম্পে স্মৃতিসৌধগুলি নির্মাণ করা হয়েছে । সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নীতি সেবা ও নিষ্ঠার সঙ্গে সৌধগুলিতে খোদাই করা থাকবে 40 জনের নাম ও ছবি । আজ জম্মু ও কাশ্মীরের লেতপোরা ক্যাম্পে উন্মোচন হবে সৌধগুলির ।

এই বিষয়ে, CRPF-র অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল জ়ুলফিকর হাসান বলেন, "জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতেই এই স্মৃতিসৌধের উন্মোচন । সেদিনের ঘটনা সত্যিই খুব দুর্ভাগ্যজনক । এখন আমরা শিক্ষা নিয়েছি । আমরা বরাবরই আমাদের গতিবিধি নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করি । তবে এবার আরও সজাগ হয়েছি । 40 জন জওয়ানের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে । আমাদের লক্ষ্য, দেশ থেকে শত্রুদের মুছে ফেলা । সেই হামলার পরই আমরা যোগ্য জবাব দিয়েছিলাম । দিন কয়েকের মধ্যে খতম করা হয় হামলার মাস্টারমাইন্ড আবদুল রাশিদ গাজ়ি এবং জইশ-ই-মহম্মদের কমান্ডার কামরানকে ।"

পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী । টুইটে নরেন্দ্র মোদি লেখেন, তাঁরা অনন্য ছিলেন । দেশের সেবায় নিজেদের প্রাণ দিয়েছিলেন । ভারত কোনওদিন তাঁদের এই আত্মবলিদান ভুলবে না ।

শহিদদের শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । টুইটে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব ও সুংসহতির রক্ষায় পুলওয়ামার শহিদ ও তাঁদের পরিবারের আত্মত্যাগের কাছে কৃতজ্ঞ থাকবে ভারত ।

শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । টুইটে তিনি জানান, শহিদদের আত্মত্যাগ কখনও ভুলবে না ভারত । পুরো জাতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।

শ্রদ্ধা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, 'পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের স্যালিউট জানাই । তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা ।

Last Updated : Feb 14, 2020, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details