পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রী থাকাকালীন 6 মাসে 82 লাখ টাকা খরচ মুফতির

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের স্থানীয় নির্বাচনের আগে গত সেপ্টেম্বর মাসে করা আরটিআইয়ের জবাবে এই তথ্য জানা গেছে। 82 লাখ টাকার পুরোটাই 2018 সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে খরচ করা হয়েছে।

mehbooba-as-cm-spent-rs-82l-in-6-months-once-rs-28l-a-day-rti
মুখ্যমন্ত্রী থাকাকালীন 6 মাসে 82 লক্ষ টাকার খরচ মেহবুবা মুফতির

By

Published : Jan 5, 2021, 5:15 PM IST

জম্মু ও কাশ্মীর, 5 জানুয়ারি : বাড়ি সাজাতে আসবাব-সরঞ্জাম কিনতে ছ'মাসে 82 লাখ টাকা খরচ করেছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তথ্য জানার অধিকারের আইনে এমনটাই উঠে এসেছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের স্থানীয় নির্বাচনের আগে গত সেপ্টেম্বর মাসে করা আরটিআইয়ের জবাবে এই তথ্য জানা গেছে। যার পুরোটাই 2018 সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে খরচ করা হয়েছে।

আরটিআই তথ্য অনুযায়ী, কেন্দ্র সরকারের ওই টাকায় মুফতি প্রায় 28 লাখ টাকার কার্পেট কিনেছেন। যে টাকা 28 মার্চ 2018 সালে এক দিনেই খরচ করেন মুফতি। এমনকি প্রায় 25 লাখ টাকার টিভি, রেফ্রিজারেটর-সহ একাধিক বৈদ্যুতিন জিনিসপত্র কেনা হয়েছিল। যার মধ্যে 22 লাখ টাকায় বেশ কয়েকটি এলইডি টিভি কেনা হয়। শ্রীনগরের গল্পকার রোডে নিজের বাসভবন সাজাতে প্রায় 3 লাখ টাকার গার্ডেন আমব্রেলা কেনা হয়। 2018 সালের 22 ফেব্রুয়ারি 11,62000 টাকার বেডশিটের হিসেবও মিলেছে। এছাড়াও, 2016-2018 সালের মধ্যে 40 লক্ষ টাকার কাটলারি সরঞ্জাম কেনেন মেহবুবা মুফতি। আর বিপুল এই খরচের পুরোটাই জোগান দিয়েছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন প্রথম এনডিএ সরকার।

উপত্যকার জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন মিটে যেতেই এই তথ্যগুলি প্রকাশ্যে এসেছে। তবে, তা সত্ত্বেও জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচনে 280 আসনের বদলে মাত্র 27টি আসন জিতেছে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি।

ABOUT THE AUTHOR

...view details