পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আর্থিক সংকট, মদের দাম 25 শতাংশ বাড়াল মেঘালয় সরকার - মদের মূল্য়বৃদ্ধি

আর্থিক ক্ষতি পূরণের জন্য আবগারি খাত থেকে অতিরিক্ত আয়ের লক্ষ্যে মদের দাম 25 শতাংশ বৃদ্ধি করল মেঘালয় সরকার । মদের এই মূল্য বৃদ্ধির ফলে প্রায় 120-130 কোটি টাকা বাড়তি আয় হবে বলে দাবি তাদের ।

Liquor price hike in Meghalya
মেঘালয়ে মদের মূল্য বৃদ্ধি

By

Published : May 9, 2020, 9:19 AM IST

শিলং, 9 মে : কোরোনার জেরে অপ্রত্যাশিতভাবে আর্থিক বোঝা বেড়েছে সরকারের । শুধু তাই নয়, কোরোনা মোকাবিলায় ব্যয়ও হয়েছে প্রচুর । তাই এই ক্ষতি পূরণের জন্য আবগারি খাত থেকে অতিরিক্ত আয়ের লক্ষ্যে মদের দাম 25 শতাংশ বৃদ্ধি করল মেঘালয় সরকার ।

মদের এই মূল্য বৃদ্ধির ফলে প্রায় 120-130 কোটি টাকা বাড়তি আয় হবে বলে দাবি মেঘালয় সরকারের । মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড কে সঙ্গমা বলেন, "সরকার আবগারি খাত থেকে অতিরিক্ত আয় করতে মদের সর্বোচ্চ দাম 25 শতাংশ বৃদ্ধি করেছে । 8 মে মধ্যরাত থেকে এই দাম কার্যকর হবে । সম্প্রতি 2019-2020 অর্থবর্ষে মদে VAT বাদ দিয়ে আবগারি খাতে আয় হয়েছে 260 কোটি টাকা । "

মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রিস্টোন টিংসং জানান, চলতি সপ্তাহে লকডাউনের মধ্যেই শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয় । আর তাতেই সরকার 6 কোটি টাকা আয় করেছে । শুধু মেঘালয় নয়, কোরোনার জেরে যে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তা থেকে মুক্তি পেতে অন্যান্য রাজ্যগুলিও মদের দাম বৃদ্ধি করেছে । সেই তালিকায় উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লিও রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details